কলকাতা থেকে অধিকাংশ জনই ছুটি কাটাতে হয় দার্জিলিং নয় দিঘায় চলে যান। তবে কাছেপিঠে বেড়ানোর কিন্তু আরও অনেক দারুণ জায়গা আছে। ‘লাল মাটির দেশ’ নামে পরিচিতি এই জায়গাগুলি আপনার মধ্যে পশ্চিমবাংলার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে।
মুকুটমণিপুর
আম্বিকানগর রাজত্বের রাণীর নামে এই জায়গার নামকরণ করা হয়েছিল। কংশাবতী ও কুমারী নদীর সঙ্গমস্থলে এটি অবস্থিত।
দর্শনীয় স্থান
কংশাবতী বাঁধ
বোনপুকুরিয়া ডিয়ার পার্ক
আম্বিকানগর রাজবাড়ি (রাজপ্রাসাদ)
আম্বিকা দেবীর মন্দির
কেনাকাটা: বাঁকুড়া হাতের কাজের জন্য বিশেষ করে টেরাকোটার কারুকার্যের জন্য বিখ্যাত। আপনি এখানে এমব্রয়ডার করা জামাকাপড়, পার্স ইত্যাদি অনেক কিছুই কিনতে পারবেন।
নিকটবর্তী রেলস্টেশন: বাঁকুড়া (45 কিমি দূরে)
অযোধ্যা পাহাড়
যারা পর্বত আরোহণ করা শিখছেন তাদের কাছে এই জায়গা খুবই আদর্শ হবে। অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। ছোটা নাগপুর মালভূমির এক এক্সটেনশন যা বাংলা, ঝাড়খণ্ড এবং বিহারের মাঝে অবস্থিত, এই জায়গায় সময় থেমে আছে এবং তার পুরানো সৌন্দর্য্যকেই ধরে রেখেছে। এমনটা বলা হয়ে থাকে যে 14 বছর বাড়ির বাইরে থাকার সময়ে রাম ও সীতা এখানে এসেছিলেন। এখানে এমন অনেক জায়গা আছে যা খুব পুরনো ও রহস্যে ভরা যা আপনাকে পুরানো দিনের কথার প্রতি বিশ্বাস জাগিয়ে তুলবে।
দর্শনীয় স্থান
গোরগাবুড়ু
বামনি জলপ্রপাত
চারিদা গ্রাম
নিকটবর্তী রেলস্টেশন: পুরুলিয়া রেলওয়ে স্টেশন (40 কিমি দূরে)
Hi,
Just finished your beautifully-written about purulia. And what stunning photos!
Thanks
Ruma Dey Baidya