নিখুত ছবির মত জলের আনন্দ !

0
2050

ভারতে এয়ারলাইনের নেটওয়ার্ক ক্রমশ বেড়ে চলেছে , কিন্তু তাও ট্রেনই যাতায়াতের জন্য সব থেকে পছন্দের উপায় হচ্ছে | আপনি যদি ট্রেনে জানলার ধারের সিট পান তাহলে আপনি সুযোগ পাবেন একটি সুন্দর ঝিল দেখার !

এখানে এমন কিছু লেকের লিস্ট দেওয়া হল যা আপনি ট্রেন থেকে দেখতে পাবেন :

ওয়াডেপল্লী লেক , ওয়ারেনগল , তেলেঙ্গানা

Waddepally Lake

কাজিপেট জংশন থেকে ওয়ারানগালের দিকে যাবার সময় বা দিকে আপনি দেখতে পাবেন ওয়াডেপল্লী লেক | এই ঝিলের সুর্যাস্ত খুবই সুন্দর আর আপনি যদি সন্ধের সময় এই ঝিল কে অতিক্রম করেন তাহলে আপনার ক্যামেরা তৈরী রাখুন সেই নিখুঁত শটের জন্য !

রুট : সেকানদেরাবাদ – বিশাখাপ্তনম

শ্রেষ্ঠ সময় : সন্ধে

টিকেটর দাম : ৬০

চিল্কা লেক , গঞ্জাম , ওডিসা

Chilika Lake

আপনি যদি চেন্নাই থেকে হাওড়ার দিকে যাচ্ছেন তাহলে আপনি অসাধারণ চিল্কা লেক দেখতে পারবেন | ট্রেনটি খাল্লিকটের ছোট স্টেশন পার হবার পর একটি ছোট বাঁক নেয় আর কালিজায়ের দিকে ঘুরে যায় তখন আপনি চিল্কা লেকের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে পাবেন |

রুট : চেন্নাই – হাওড়ার

শ্রেষ্ঠ সময় : গোধূলি বেলা

টিকেটর দাম : ৫০ টাকা

পাক স্ট্রেট,পামবান আইল্যান্ড , তামিল নাডু

Palk Strait

পামবান ব্রিজ যা পামবান আইল্যান্ড এ স্থিত রামেশ্বরম কে ভারতের মূল ভূখন্ডের সঙ্গে জোড়ে তা ২ কিমি লম্বা | এখানে সুরক্ষার জন্য ট্রেন খুব ধীরে ধীরে চলে যার ফলে যাত্রীরা অনেক সময় পান সমুদ্রের আনন্দ নেবার জন্য |

রুট : চেন্নাই – রামেশ্বরম

শ্রেষ্ঠ সময় : সকালের আলোতে

টিকেটর দাম : ১৫০ টাকা

দুধসাগর ফলস , মডগাঁও , গোয়া

Dudhsagar Falls

বেলগাম এবং মডগাঁওএর মধ্যে যাত্রা করার সময় ট্রেন কাসল রক স্টেশনের দুর্গের মত প্রবেশদারে ঢোকে , তখন সেখান থেকে দান দিকে তাকালে আপনি দুধসাগর ঝরনার মনমোহক দৃশ্যও দেখতে পাবেন | আপন যদি বর্ষার সময় (জুন – জুলাই) যাত্রা করছেন তাহলে আপনার সৌভাগ্য খুবই ভালো !

রুট : বেলগাম – মডগাঁও

শ্রেষ্ঠ সময় : সকালের আলোতে

টিকেটর দাম : ১৫০ টাকা

গঙ্গা , বারানসী , উত্তর প্রদেশ

Varanasi Ganges

আপনি যদি মুঘল সরাই থেকে বারানসীর দিকে যান তাহলে রাস্তায় পরবে ডাফারিন ব্রিজ (নতুন নামকরণ করা হয়েছে মালবিয় ব্রিজ)| ট্রেন যখন এই ২ কিমি লম্বা ব্রিজে ঢোকে তখন আপনি বারানসী শহর এবং তার পবিত্র ঘাটের দৃশ্য অবাধে দেখতে পাবেন |

রুট : নতুন দিল্লি – পাটনা

শ্রেষ্ঠ সময় : সকাল

টিকেটর দাম : ১৫০ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here